ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে মোট ১২ জন জুরির (বিচারক) নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়েছে, উৎসবে জুরি হিসেবে বিদেশী চলচ্চিত্রকারদের সঙ্গে স্থান পেয়েছেন দু'জন স্বনামধন্য বাংলাদেশী চলচ্চিত্র ব্যক্তিত্ব। তারা হলেন-নির্মতা, প্রযোজক ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা রুবাইয়াত হোসেন।
বরাবরের মতো নতুন বছরের শুরুতেই ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে ১০ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯। ইতোমধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ।
কাল(২৭ নভেম্বর) জানানো হলো কারা থাকছেন এবারের আয়োজানের বিচারকের ভূমিকায়।
আরও জানানো হয়েছে উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন এবং উইমেন্স ফিল্ম সেকশনের জুরি বোর্ডে আছেন রুবাইয়াত হোসেন।
১৭তম এই চলচ্চিত্র উৎসবে অন্তত ৬০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র মোট ৮টি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে। প্রতিযোগিতা বিভাগসমূহ- রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশন।
পাঁচটি ভেন্যুতে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১৮ জানুয়ারি।