তালা উপজেলা সদর ইউনিয়নের ডাঙ্গানলতা গ্রামে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে । সোমবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১ টার দিকে এ ঘটনাটি ঘটে ।
এলাকাবাসী ও ভুক্তভুগীরা জানান, উপজেলার ডঙ্গানলতা গ্রামের সাজ্জাত শেখর (৬০) বাড়িতে রাত্র আনুমানিক ১ ঘটিকার সময় পুর্বশত্রুতার জের ধরে ৫-৭ জন ডাকাত মুখে কাপড় দেওয়া অবস্থায় ডাকাতি করতে আসে ।
উক্ত সময় সাজ্জাত শেখ তার স্ত্রী লিলিমা বেগম (৫০) কন্যা শিল্পী ও তুলি টের পেয়ে গেলে তাদের উপড়ে ধারালে অস্ত্র নিয়ে ডাকাত দল আক্রমন করে । এতে সাজ্জাত শেখ,স্ত্রী লিলিমা বেগম মারাত্মক ভাবে আহত ও কন্যাদের হাতুড়ি জাতীয় বস্তু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ।
পরে স্থানীয়রা তাদের চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায় । পালিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে ১টি স্বর্ণের চেন, নগদ অর্থ সহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার জিনিস পত্র নিয়ে যায় ।
পরবর্তিতে এলাকাবাসী তালা উপজেলা হাসপাতালে সাজ্জাত শেখ ও স্ত্রী লিলিমাকে ভর্তি করে ।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, স্বামী ও স্ত্রী মাথায় গভীর ক্ষত হয়েছে । আমরা স্বামীকে ৮ টি ও স্ত্রীকে ৬টি ক্ষত স্থানে সেলাই করে দিয়েছি । কন্যাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি । এখন তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান,ঘটনাটি শুনে জাতপুর ক্যাম্পের ইনচার্জ হেকমত ও এএস আই এ,এস,আই কায়সারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন সহ ভুক্তিভুগীদের সাথে কথা বলেছে । তারা অভিযোগ দাখিল করেছে অতি দ্রুতই এটার জন্য ব্যবস্থা নেব ।