Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের ১০০ ধনী খেলোয়াড়ের তালিকা প্রকাশ,বিরাট কোহলি কত নম্বরে জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:১৭ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:১৮ PM

bdmorning Image Preview


২০১৫ সালের ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি মোট উপার্জন করেছিলেন ৩১ মিলিয়ন মার্কিন ডলার। কোনও ভারতীয় ক্রীড়াবিদের সেটাই ছিল সর্বোচ্চ উপার্জন। কোহলি সেই রেকর্ড এখনও স্পর্শ করতে পারেননি। তবে এবার দুনিয়া ও ভারতীয় ধনী ক্রীড়াবিদদের তালিকায় ধোনিকে পেরিয়ে গেলেন বিরাট কোহলি। ফোর্বসের সাম্প্রতিক প্রকাশ করা তালিকা তেমনটাই বলছে।

সম্প্রতি ফোর্বস দুনিয়ার ধনীতম ১০০ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ্যে এনেছে। সেই তালিকাতেই ৮৩ নম্বরে রয়েছেন কোহলি। নোভাক জকোভিচ, সের্জিও আগুয়েরোদেরও উপার্জনে পিছনে ফেলে দিয়েছেন তিনি। দুনিয়ার একমাত্র ক্রীড়াবিদ হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন কোহলি। ফোর্বস জানাচ্ছে, শেষ একবছরে কোহলি উপার্জন করেছেন ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

এই তালিকায় প্রথম তিনে রয়েছেন যথাক্রমে ফ্লয়েড মেওয়েদার (২৮৫ মিলিয়ন মার্কিন ডলার), লিওনেল মেসি (১০৯ মিলিয়ন মার্কিন ডলার) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০৮ মিলিয়ন মার্কিন ডলার)।

Bootstrap Image Preview