আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-১ রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রসাশক এবং সহকারী রিটার্নিং ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন এ আসনের ৫ এমপি প্রার্থী।
বুধবার (২৮নভেম্বর/১৮) সকাল ১১টায় সহকারি রিটার্নিং অফিসার ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের নিকট মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান এমপি কৃষিবিদ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি মমতাজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এসময় তার সাথে ছিলেন, জেলা বিএনপি নেতা কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা বিএনপি নেতা শাহজাদ হোসেন পল্টন, মাহবুবুল আলম তুপুল, উপজেলা যুবদলের সভাপতি ইকবাল কবির পলাশ। এছাড়াও এদিন স্বতন্ত্রপ্রার্থী সারিয়াকান্দি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব টিপু সুলতান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অপরদিকে রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের নিকট বিএনপি মনোনিত প্রার্থী শোকরানা ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা বাবু মনোনয়নপত্র দাখিল করেন।