বিষাক্ত সাপের ভয় দেখিয়ে হোটেলে নিয়ে যুবতীকে ধর্ষণ করে এক ব্যক্তি। পরবর্তীতে ওই বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয় ধর্ষকের। এমন ঘটনা ঘটেছে চীনের জিয়াংজি প্রদেশের ফুজহোউয়েতে।
ধর্ষণের শিকার ওই যুবতীর বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলের ওই কক্ষে তিনটি সাপ দেখিয়ে জোর করে তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। এর পর বাথটাবে একটি সাপের সঙ্গে খেলতে গিয়ে বিপত্তি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বেনামি ওই হোটেলের দ্বিতীয় তলায় সাপ দেখতে পেয়ে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে একটি সাপকে যে রুমে ওই মৃত ব্যক্তির দেহ পড়েছিল সেখান থেকে উদ্ধার করা হয়। অন্যটি পাশের ঘর থেকে। আর একটি সাপ খুঁজে পাওয়া যায় পাশে খালি পড়ে থাকা ঘরে। তিনটি সাপই বিষধর বলে জানা গেছে।
ওই রুম থেকে একটি বস্তাও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই বস্তায় করেই সাপগুলো হোটেলে এনেছিল ওই ব্যক্তি।