Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেইমারের রেকর্ড গোলে জয় পেলো পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৯:৪৭ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভাপুলকে হারিয়ে নক আউট পর্বের পথে নেইমারের পিএসজি। লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে তারা। ইনজুরি থেকে ফিরেই গোল পেয়েছেন নেইমার। অন্য গোলটি হুয়ান বার্নেটের।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে পিএসজি। যার সুফলও পেয়ে যায় তারা। ম্যাচে ১৩ মিনিটের মাথায় ডি-বক্স থেকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বার্নেট।

প্রথমার্ধেই ব্যাবধান দ্বিগুণ করে পিএসজি। ডি-বক্সের ভেতর থেকে এমবাপে বাঁ উইং ধরে বল দেন কাভানিকে। কাভানি বল বাড়িয়ে দেন নেইমারের দিকে। এ সময় তিনি সহজেই লিভারপুলের জালে বল জড়ান। এটি চলতি চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তার চতুর্থ। সব মিলিয়ে চলতি মৌসুমে গোলসংখ্যা দাঁড়াল ১৪টি। 

নেইমারের এই গোলটি একই সাথে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিল ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড।এর আগে ৩০ গোল নিয়ে প্রথম স্থানে ছিলেন কাকা। তবে  চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের এখন গোল সংখ্যা ৩১।

২-০ গোলে পিএসজি এগিয়ে গেলে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তারা। প্রথেমার্ধের অতিরুক্ত সময়ে পেনাল্টি থেকে মিলনার একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোল করেত পারেনি। তাই ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় পিএসজি। 

এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে লিভারপুলকে সরিয়ে দুইয়ে উঠে আসল পিএসজি। ৫ ম্যাচে দুটি জয় দুটি হার ও ১টি ড্র নিয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। আর লিভারপুল ৫ ম্যাচে দুটি জয় তিনটি হার ও ১ ড্র নিয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

Bootstrap Image Preview