Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে পরিত্যক্ত লাশ উদ্ধার

মোঃ আবছার কবির, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া নোয়াখালী বাঘগুনা এলাকায় মেরিনড্রাইভ এর পশ্চিমে এক যুবকের গুলিবিদ্ধ পরিত্যক্ত লাশ সাগরের উপকূল হতে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়া বঙ্গোপসাগর উপকূলে একটি পরিত্যক্ত লাশের খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, উদ্ধারকৃত মৃতদেহটি সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হানিফ (২৮) এর বলে সনাক্ত করা হয়েছে। 

সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়৷

স্থানীয় ও স্বজনদের দাবি, গত ৮/ ১০ দিন ধরে সে  নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে ও তার সন্ধান পাওয়া যায়নি৷ অবশেষে তার গুলিবিদ্ধ লাশের খবর পেয়েছে স্বজনরা৷

Bootstrap Image Preview