Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তোলোয়ার হাতে ডাকাতদের প্রতিহত করলেন স্বর্ণের দোকানের কর্মীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


ডাকাতদের খপ্পরে পড়লে প্রথম কোন চিন্তা মাথায় আসবে আপনার? হয় পুলিশকে ফোন করার কথা মনে হবে, নয়তো নিজের জীবন বাঁচাতে দৌড় লাগাবেন অথবা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবেন। কিন্তু ডাকাতদের সঙ্গে লড়াই করার সাহস হয়তো দেখাবেন না।

সেই সাহসটাই দেখালেন স্বর্ণের দোকানের কর্মচারীরা। কিন্তু খালি হাতে নয়, তলোয়ার নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারা। অনেক চেষ্টা করেও দোকানে ঢুকতে পারেনি ডাকাতরা। উল্টে কর্মচারিদের রণংদেহি মূর্তি দেখে তারা সেখাম থেকে চম্পট দেয়। কর্মচারীদের সাহসিকতা ও বীরত্বের প্রশংসায় মুখর এখন সোশ্যাল মিডিয়া।

কানাডার একটি স্বর্ণের দোকানের ঘটনা এটি। সেই দোকানে আচমকা হানা দেয় ডাকাত দল। হাতে বন্দুক নিয়ে ভয় দেখায় কর্মচারীদের। দোকানে তখন তিন কর্মচারী। কিন্তু ডাকাতদলের সামনে দমে যাওয়ার পাত্র যে তারা নন তা বুঝিয়ে দেন কিছুক্ষণের মধ্যে। ডাকাতদের বন্দুকের মোকাবিলায় তারা তলোয়ার হাতে ‘যুদ্ধে’ নেমে পড়েন।

চার ডাকাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় দোকানের ভেতর ঢোকার। কিন্তু তিন কর্মচারির সামনে তারা বারবার লড়াইয়ে পিছিয়ে পড়তে থাকে। জানালার কাঁচ ভেঙেও দোকানে ঢোকার চেষ্টা চালায় তারা। সেটাও ভেস্তে দেয় কর্মচারীরা। শেষ পর্যন্ত হতাশ হয়ে ডাকাতদল সেখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করে এবং সেটাই তারা করে।

গোটা ঘটনাটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কর্মচারীদের সাহসিকতায় মুখরিত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।

Bootstrap Image Preview