Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নৌজাহাজ ও নাবিকদের মুক্তি না দেয়ায় পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করে দিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview


পুতিনের সঙ্গে ট্রাম্পের পরিকল্পিত বৈঠকটি হওয়ার কথা ছিল আগামী রোববার। জি২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে পরিকল্পিত দ্বিপক্ষীয় বৈঠক বাতিল করে দিয়েছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শুক্রবার ও শনিবার শিল্পোন্নত ২০ জাতিগোষ্ঠীর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকালে ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন পুতিনের সঙ্গে ‘একটি বৈঠকের জন্য এটি হচ্ছে একটি ভালো সময়।’

কিন্তু এর কিছু পরেই এক টুইটার বার্তায় ট্রাম্প বৈঠক বাতিলের ঘোষণা দেন। মাত্র এক ঘণ্টা আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, পরিকল্পনা অনুযায়ী ‘সম্ভবত’ বৈঠকটি হবে।

গত রোববারের সমুদ্র সংঘর্ষের জের ধরে রাশিয়ার হাতে আটক ইউক্রেনের তিনটি নৌজাহাজ ও সেগুলোর নাবিকদের মুক্তি না দেয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

নিরাপত্তা ইস্যুর পাশাপাশি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল।

Bootstrap Image Preview