Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে পুলিশের অভিযানে আটক ২৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০১:২১ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০১:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফরিদপুরে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে ২৭ জনকে আটক করা হয়েছে। এসময় ৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ ও ডিবি পুলিশ। অভিযানে ২৭ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জিআর মামলায় ৯ জন, সিআর মামলায় ৯ জন, মাদক মামলায় ৬ জন ও নিয়মিত মামলায় ৩ জন রয়েছে। আসামিদের বিরুদ্ধে ৪টি মামলা করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Bootstrap Image Preview