Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাখির ভার্জিনিটি সার্টিফিকেট ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:০৯ PM

bdmorning Image Preview


কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের বিতর্কিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। আর বিয়ের আগেই ভাইরাল হল তার কুমারিত্ব পরীক্ষার সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেট পোস্ট করেছেন রাখির হবু স্বামী দীপক কালাল।

এই পোস্টে দেখা যায়, রাখির এই ভার্জিনিটি টেস্টে এখনও তাকে কুমারি বলা হয়েছে এবং সেই সঙ্গে আরও উল্লেখ করা হয়েছে ‘সামনে ও পিছন থেকে’। গত ২৮ নভেম্বর দীপক কালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি করেন।

আর একই সঙ্গে তিনি তার  নিজেরও ভার্জনিটি টেস্টের ছবিটিও পোস্ট করেন এবং সেই সার্টিফিকেটে তাকেও ভার্জিন বলা হয়েছে। এই পোস্টটি দেয়ার সাথে সাথে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায় এবং সেটি নিয়ে মানুষ হাসি-ঠাট্টায় মেতে উঠেন।

প্রসঙ্গত,রাখির মতোই যথেস্ট বিতর্কিত তার হবু স্বামী দীপক। নানা রকম বিতর্কের কারণে তিনিও মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে চলে আসেন। আর দীপকের সঙ্গে রাখির বিয়ের এই খবরটি শুনে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াগুলোতে।

 

Bootstrap Image Preview