Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে অগ্নি নির্বাপক বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নওগাঁ ফায়ার স্টেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ে স্টেশনের পার্শ্বে গড়ে উঠা বস্তি এলাকায় এ মহড়ার আয়োজন করা হয়।

এ বিষয়ে নওগাঁ সদর ফায়ার স্টেশনর সিনিয়র স্টেশন অফিসার মো: ছাবের আলী বলেন, মানব সভ্যতার শুরু থেকেই প্রয়োজনের তাগিদে আগুন আমরা ব্যবহার করে থাকি। অক্সিজেন, ধার্য্যপদার্থ ও নানা প্রকারের জ্বালানি আগুনের গতিকে বাড়িয়ে দেয়। কোন জায়গায় আগুন লাগার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে পানি দিয়ে চটের বস্তা ভিজিয়ে নিয়ে জলন্ত আগুনে চাপা দিলে আগুনের শ্বাস বন্ধ হয়ে নিভে যায়। দুর্যোগ ও দুর্ঘটনায় নিজেদের রক্ষা করতে নানা ধরণের প্রাথমিক ধারণা জনগণকে দেওয়ার জন্যই নওগাঁ ফায়ার স্টেশনের উদ্দোগে নিয়মিত বিভিন্ন স্থানে অগ্নি মহড়া পরিচালনা করা হয়।

 এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিম লিডার মো: মতিউর রহমানসহ ৪ জন ফায়ারম্যান।  
 

Bootstrap Image Preview