Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে বোমা মেরে আওয়ামী লীগ নেতাকে হত্যা

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৮:৩৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে আমিরুল ইসলাম (৫০) নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আমিরুল ইসলাম বেনাপোলে কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আমিরুল মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দুর্বৃত্তরা তার দিকে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে আমিরুলের মাথাসহ শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। খুনিদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশি অভিযান শুরু হয়েছে।

নিহত আমিরুলের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview