Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিএমএইচ থেকে বাসায় এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারার বাসায় ফিরেছেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরেন। এইচ এম এরশাদ এর উপদেষ্টা কাজী মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এখন সুস্থ আছেন। 

এর আগে সোমবার (২৬ নভেম্বর) এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী জানান, ‘দলের চেয়ারম্যান এরশাদ সোমবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচে যান। তিনি এখন সেখানেই আছেন।’

তিনি আরও জানিয়েছিলেন, ‘নিয়মিত চেকআপের জন্য এই মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা আগে থেকেই রয়েছে। তবে আজ নাকি কয়েকদিন পর সেটা এখনও নিশ্চিত না। তিনি ছোটখাটো কিছু হলেই চিকিৎসকের স্মরণাপন্ন হন। সে অবস্থান থেকে তার সিঙ্গাপুর যাওয়ার সিডিউল রয়েছে এই মাসেই। আরও আগেই তার যাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের ঝামেলার কারণে তিনি যাননি।’

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ।

Bootstrap Image Preview