Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুয়েতে সড়ক দুর্ঘটনায় সেনবাগের জুলহাসের মৃত্যু 

জামশেদুর রহমান, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৬ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৬ PM

bdmorning Image Preview


কুয়েতে চাকরি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনবাগের কাদরা ইউপির পুরষ্কর গ্রামের জুলহাস (২৭) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত জুলহাস ওই গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র।

নিহতের স্বজন বিপ্লব জানান, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে বাসায় ফেরার পথে জুলহাস রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এক বছর আগে তার কুয়েত প্রবাসী বড়ভাই পলাশ জুলহাসকে কুয়েতে নিয়ে আসেন। এ খবর গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনসহ পরিবারে চলছে শোকের মাতম। ব্যক্তি জীবনে জুলহাস অবিবাহিত ছিলেন। কুয়েতে আইনী জটিলতা শেষে তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। 

 

 

 

Bootstrap Image Preview