Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত  

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার প্রায় ৫ শতাধিক গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। 

শনিবার (১ ডিসেম্বর) পাইকপাড়া এলাকায় মোহাম্মদিয়া এতিমখানায় মোহাম্মদিয়া কল্যান ট্রাস্ট এর উদ্যোগে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। 

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তিন সদস্যের একটি স্পেশাল মেডিকেল টিম এই চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করেন, ডা.আযহার উল ইসলাম, ডা. আব্দুল বাতেন তালুকদার, ডা. প্রিয়তা চৌধুরী।

এর আগে সকালে চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদীয়া কল্যান ট্রাস্টের চেয়ারম্যান জামিল আহমেদ ওসমান, মোহাম্মদীয়া কল্যান ট্রাস্টের পরিচালক সিরাজুল ইসলাম, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল মাহমুদ প্রমুখ। 
 

Bootstrap Image Preview