Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের পর দল ঘোষণা করল আফগানিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত ইমার্জিং কাপের দল ঘোষনা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নাজিবুল্লাহ জাদরানকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে তারা। 

৬ থেকে ১৬ ডিসেম্বর শ্রীলংকা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসিসি আয়োজিত ইমার্জিং কাপ। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের সবগুলো ম্যাচই হবে পাকিস্তানের করাচিতে। আর আফগানিস্তান রয়েছে ‘এ’। তাদরে প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও ওমান। সেমিফাইনাল ও ফাইনাল হবে শ্রীলংকার কলম্বোতে।

ইমার্জিং কাপের জন্য গেল সপ্তাতে দল ঘোষণা করেছিল বিসিবি। সীমিত ওভারের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। সোহানের ডেপুটি হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া জাতীয় দলের হয়ে খেলা আরও সাত খেলোয়াড় আছেন এই স্কোয়াডে।

৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে ইমার্জিং কাপে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। পরের দিন একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ৯ ডিসেম্বর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ দল : কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, তানবীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরীফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহর শেখ।

Bootstrap Image Preview