Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে একাধিক মামলার আসামি নুরুল আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের শিশু মিয়া হত্যা মামলার আসামি, বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ একাধিক মামলার আসামি পলাতক আসামী নুরুল হককে (৫৫) আটক করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে এসআই ফরিদুলসহ একদল পুলিশ পৌর এলাকার বেবিষ্টেন্ড রোডের লাখাই হোটেলের সামনে থেকে গ্রেফতার করেন। আটককৃত নুরুল হক লাখাই উপজেলার স্বজন গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র। 

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, গ্রেফতারকৃত নুরুল হকের বিরুদ্ধে লাখাই থানায় ১টি হত্যা মামলা, বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

Bootstrap Image Preview