Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাকরি না পেয়ে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


ইবি প্রতিনিধিঃ

চাকরি না পেয়ে হতাশায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন এ্যান্ড ইলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আজিমুদ্দীন (২৪) বিষপানে আত্মহত্যা করেছে।

শনিবার (১ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

এ বিষয়ে মৃতের দাদা আব্দুল মালেক জানান, চাকরি না পেয়ে হতাশায় ভুগতে থাকেন আজিমুদ্দীন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিষপান করে সে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আল-কোরআন থেকে অনার্স-মাস্টার্স পাস করার পর আজিমুদ্দীন ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন। কিন্তু কোনো জায়গায় তার চাকরি হয়নি।

এলাকার ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দীন জানান, শুনেছি চাকরি না পেয়ে আজিমুদ্দীন আত্মহত্যা করেছে। ছেলেটি খুব ন¤্র-ভদ্র হিসেবে এলাকায় পরিচিত।

তবে প্রতিবেশীরা জানান, পাবনার একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। দুই বছর আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। গত বৃহস্পতিবার মেয়েটি আজিমুদ্দীনের সাথে দেখা করে তার কাছে ফিরে আসার প্রস্তাব দেয়। ওই দিনই শহরের হামদহ এলাকায় আজিমুদ্দীন বিষপান করে।

এ দিকে পরিবারের পক্ষ থেকে প্রেমের কারণে বিষপানের কথা অস্বীকার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন ছেলের দাদা আব্দুল মালেক।

Bootstrap Image Preview