Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্মেলনে মুসলমানদের খাওয়ানো হলো শূকরের রক্ত-মাংসের সস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জার্মানিতে মুসলমানদের একটি সম্মেলনে শূকরের রক্ত ও মাংস দিয়ে তৈরি সস খাওয়ানো হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি বাংলা।

চলতি সপ্তাহের শুরুতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শিহোফের আয়োজনে জার্মানির বার্লিনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে শিহোফের জার্মানিতে 'জার্মান ইসলাম' দেখতে চান না বলে মন্তব্য করেছিলেন।

তবে মুসলমানদের শূকরের মাংস খাওয়ানোর বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন ধর্মের মানুষজনের কথা চিন্তা করে ওই খাবারগুলো বাছাই করা হয়েছিল। তবে 'কেউ যদি ধর্মীয় বিশ্বাসে আঘাত পেয়ে থাকেন' তাহলে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশটির প্রত্যাখ্যাত সাংবাদিক টেনচে ওযডামার টুইটারে নিজের আইডিতে লিখেছেন, যারা শূকর খায় না, সেই মুসলমানদের জন্য খানিকটা শ্রদ্ধাবোধ থাকা উচিত।'

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসলমানদের যে সসটি খাওয়ানো হয়েছে তার স্থানীয় নাম 'ব্লাড সসেজ'। ব্লাড সসেজ তৈরি হয় শূকরের রক্ত এবং মাস দিয়ে।

Bootstrap Image Preview