Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাত বছরের শিশুর খেলার সঙ্গী বিষধর সাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:০৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাপের সঙ্গেই কেউ যখন চব্বিশ ঘণ্টা কাটায় তখন তা বিস্ময় না জাগিয়ে পারে না। ভারতের মধ্যপ্রদেশের সাত বছর বয়সী এক বালকের খেলার সঙ্গী বিষাক্ত সাপ। তিন বছর বয়স থেকে সাপ নিয়ে খেলা শুরু করে দেবেশ। তবে এর পেছনেও রয়েছে আরেক গল্প।

একদিন সকালে ঘুম থেকে উঠে দেবেশ মা-বাবাকে জানায় রাতে সে স্বপ্নে দেখেছে তার গায়ের ওপর সাপ খেলা করছে। বিষয়টি নিতান্তই হাসির ছলে উড়িয়ে দেয় বাবা-মা। কিন্তু পরদিন সকালে দেবেশ নিকটবর্তী জঙ্গল থেকে দুটি বিষধর সাপ নিয়ে বাড়িতে হাজির হয়। চমকে যায় বাড়ির সবাই। তারা খেয়াল করে দেখেন সাপগুলো দেবেশের কোনো ক্ষতি করছে না। তার শরীরের সঙ্গে পরম মমতায় জড়িয়ে রয়েছে।

এর পর থেকে দেবেশ মাঝেমধ্যে জঙ্গল থেকে সাপ ধরে নিয়ে আসত। কিছুদিন সাপগুলোকে লালন-পালন করত। এর পর আবার সেগুলো জঙ্গলে ছেড়ে দিয়ে আসত। স্টোরি টেন্ডারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবেশের বাবা রঘুনাথ বলেন, আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি সাপ কোনো পোষা প্রাণী বা খেলনা নয়। কিন্তু কিছুতেই সে কথা শোনে না। কিছুদিন পর পর সে কয়েকটি সাপ নিয়ে হাজির হয়। বর্তমানে তার কাছে পনেরোটি সাপ আছে।

Bootstrap Image Preview