Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় মুক্তিযোদ্ধা দিবস পালিত

এস.এম বাচ্চু, তালা প্রতিনিধি:
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


তালায় যথাযোগ্য মর্যাদায় মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি তালা উপ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষের সভাপত্বিতে বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস কহিনুর ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আলাউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধ এম এ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধ এম এ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, তালা উপজেলা মুক্তিযোদ্ধ সন্তান কমান্ডের আহবায়ক মোঃ জাহিদুর রহমান লিটু প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশের গান পরিবেশন করেন তালা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক একাডেমির শিল্পীবৃন্দ। 
 

Bootstrap Image Preview