Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুরাদনগরে মুক্তিযোদ্ধা ক্রিকেট লীগের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৮ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


কুমিল্লা প্রতিনিধি:

‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই স্লোগানে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর বটতলী মাঠে মুক্তিযোদ্ধা ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাহাপুর কমলাকান্ত একাডেমী এন্ড কলেজের প্রফেসর আক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা হোসেন, ক্রীড়া সংগঠক নেছার উদ্দিন, মুক্তিযোদ্ধা মুসলেম সরকার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাদশ বনাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ। ম্যাচে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ জয় লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হন রহিম বাদশা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন পরিচালনা কমিটির আহবায়ক এবং প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। পরে স্থানীয় বীর মু্িক্তযোদ্ধাদের সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উল্লেখ, জাহাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং ৭ জন বীরশ্রেষ্ঠদের নামে ৭টি দলের নাম করন করা হয়।

Bootstrap Image Preview