Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাজী সেলিমের বাড়ি-জমি নেই, নেই ইলেকট্রনিক সামগ্রীও!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা-৭ আসনে নৌকার প্রার্থী হাজী মো. সেলিমের নিজস্ব কোনো জমি (কৃষি ও অকৃষি জমি) এবং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। বাড়িতে কোনো ইলেকট্রনিক সামগ্রী নেই। তার ঘর দুটি ফাঁকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে ঢাকা-৭ আসনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

সেখানে উল্লেখ করা হয়, হাজী সেলিমের নিজস্ব কোনো জমি (কৃষি ও অকৃষি জমি) এবং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার রয়েছে দালান; যার আর্থিক মূল্য ১৮ কোটি ৪৭ লাখ ৯ হাজার ৬২৮ টাকা। এছাড়া কৃষি জমির পরিমাণ ও অকৃষি জমির পরিমাণের ঘরে লেখা রয়েছে ‘প্রযোজ্য নহে’। একই সঙ্গে বাড়ি/অ্যাপার্টমেন্ট সংখ্যার ঘরেও লেখা রয়েছে ‘প্রযোজ্য নহে’। তার স্ত্রীর কৃষি জমির পরিমাণ, অকৃষি জমির পরিমাণ এবং বাড়ি বা অ্যাপার্টমেন্টের সংখ্যার ঘরটি ফাঁকা।

হলফনামায় হাজী মো. সেলিম জানিয়েছেন, বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া থেকে বছরে তার আয় ৬৬ লাখ ৯৭ হাজার ১০৫ টাকা এবং তার ওপর নির্ভরশীলরা এই খাত থেকে আয় করেন ১৯ লাখ ৭১ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনি হলফনামাতেও কৃষি জমি, অকৃষি জমি এবং বাড়ি বা অ্যাপার্টমেন্টের ঘর ফাঁকা ছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনি হলফনামা অনুযায়ী তার স্ত্রীর বাড়ি বা অ্যাপার্টমেন্টের সংখ্যার আর্থিক মূল্য ছিল ২৩ লাখ টাকা।

নির্বাচনি হলফনামা অনুযায়ী, হাজী সেলিমের বাড়িতে কোনো ইলেকট্রনিক সামগ্রী নেই বলে উল্লেখ রয়েছে। উভয় হলফনামায় এই ঘর দুটি ফাঁকা ছিল।

Bootstrap Image Preview