Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার সু চির ‘স্বাধীনতা পদক’ পদক কেড়ে নিচ্ছে ফ্রান্স!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:২১ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:২১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞে সমর্থন দেয়ায় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

দেশটির ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে থাকা শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি রোহিঙ্গা নিধন বন্ধে পদক্ষেপ না নিয়ে সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানের পক্ষেই সাফাই গাইছেন। খবর স্ট্রেট টাইমসের।

এ কারণে ওই সম্মাননা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন পারিসের মেয়র অ্যান হিদালগো। মেয়রের মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিটি কাউন্সিল এ বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন সু চিকে দেয়া সম্মাননা স্থগিত করেছে। পাশাপাশি বেশ কয়েকটি সংস্থাও সু চির সম্মানসূচক ডিগ্রি ও পদ ফিরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছে।

Bootstrap Image Preview