Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০১৯ সালের শুরুতেই কিম-ট্রাম্প বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠক আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ট্রাম্প। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেন, '২০১৯ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কিমের সঙ্গে বৈঠক হতে পারে।'

আর্জেন্টিনার জি-২০ সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ট্রাম্প আরো বলেন, 'কিমের সঙ্গে আমার একটা ভাল সম্পর্ক আছে। আমরা বরাবরই ভালো করছি।' এছাড়া ট্রাম্প কিমকে আমেরিকা সফরে আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন।

চলতি বছরের জুনে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। সেসময় ট্রাম্প সাংবাদিকদের বলেন উত্তর কোরিয়া এখন থেকে সকল ধরণের পরমাণু কর্মসূচি বন্ধ করবে।

তবে এর কয়েক মাস পরে মার্কিন সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে।

Bootstrap Image Preview