মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াংকা চোপড়া। গত শনিবার (১ ডিসেম্বর) যোধপুরের বিলাসবহুল উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) হিন্দু রীতিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করবেন এই নবদম্পতি।
দেশি-বিদেশি দুই তারকার বিয়ে উপলক্ষে গত দু’দিন ধরেই সাজ সাজ রব যোধপুরের উমেদ ভবনে। এবার প্রকাশ্যে সেই বিয়ের অন্দরমহলের কিছু মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেহেদি অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন প্রিয়াংকা। চলুন ছবিগুলো দেখে নেয়া যাক-