জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটারদের ভুয়া স্বাক্ষর সম্বলিত কাগজ জমা দেয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর তাই আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন হিরো আলম।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘নির্বাচন কমিশন থেকে অভিযোগ করা হয়েছে আমি সমর্থকের ভুয়া স্বাক্ষর জমা দিয়েছি। এটা সত্য নয়। নির্বাচন কমিশন পুরোপুরি সত্যটা যাচাই করতে পারেনি।’
জানা যায়, হিরো আলমের নির্বাচনী এলকা বগুড়া-৪ আসনে মোট ভোটার রয়েছেন ৩০১২৮১। তার এক শতাংশ ভোটারের সংখ্যা দাঁড়ায় ৩১২১ জন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৩৫২৪ ভোটার সমর্থকের স্বাক্ষর সম্বলিত একটি তালিকা যুক্ত করে দিয়েছিলেন হিরো আলম। ৩৫২৪ জন সমর্থকের মধ্য থেকে ১০জন সমর্থকের সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশন। সেখানে ৭ জন সমর্থক স্বীকারোক্তি দিয়েছেন যে তারা হিরো আলমকে প্রার্থী হিসেবে সমর্থন করেন। বাকি ৩ জন বলেছেন তারা হিরো আলমের সমর্থক নয়, স্বাক্ষরও করেনি।
মনোনয়ন বাতিল মেনে নিতে পারছেন না হিরো আলম। তিনি বলেন, ‘আমি আদালতে যাবো। আপিল করবো। এলাকার মানুষ চায় বলেই আমি নির্বাচনে এসেছি। আমি একজন মেম্বার। লোকে আমাকে আগেও ভোট দিয়েছে। আমার সমর্থক যে আছে এটা নতুন কিছু নয়। আশা করি আপিল করলে আমার মনোনয়পত্রটি বৈধ বলে স্বীকৃতি পাবে।’