Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জেলে যেতে পারেন নবদম্পতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৭ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


বিয়ের পর্ব শেষ হতে না হতেই ‘এআইবি’ রোস্ট নিয়ে ফের বিপাকে পড়েছেন বলিউডের নবদম্পতি রণবীর-দীপিকা। ‘এআইবি’রোস্টের প্রায় চার বছর পার হয়ে গেলেও এই বিতর্ক যেন তাদের পিছু ছাড়ছে না। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য হাইকোর্ট আবারও মুম্বাই পুলিশকে আদেশ দিয়েছেন।

'এআইবি' রোস্টের একটি ইভেন্টে ২০১৪ সালে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রণবীর সিং, দীপিকা পাডুকোন, অর্জুন কাপুর, আলিয়া ভাট, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা এবং করণ জোহর। আর সেই শো'তে কথাগুলো নিশ্চয় কারো অজানা নয়। এই সকল তারকা অপ্রীতিকর ভাষা থেকে শুরু করে কু-রুচিকর অনেক মন্তব্য করেছিলেন। যেটি কিনা সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়।

এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রচুর সমালোচনা হয় এবং শেষ পর্যন্ত বিষয়টি আদালতেও টেনে নিয়ে যান সমালোচকরা। এমনকি আদালেত যাবার পর এই মামলার শুনানি কখনই যে অর্জুন, রণভীর এবং করণের পক্ষে যায়নি সেটি সকলেই জানে। সেই সময় আদালত এই সকল তারকাদের উপর বেশ কঠোর মনোভাবই দেখিয়েছিলেন। তাই এবারও সেটির অনথ্যা হল না৷ মহামান্য আদালত তদেরকে সাময়িক অব্যহতিও দিলেন না।

মুম্বাই হাইকোর্টে এই পদক্ষেপ দেখে বোঝাই যাচ্ছে ভবিষ্যতেও এই তারকাদের পক্ষে বিষয়টি খুব একটা সুখকর বলে হবে না। যদিও এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তারা কোন রকম মন্তব্য করেননি।

Bootstrap Image Preview