কিছুদিন ধরে চলছে ‘হ্যাশ ট্যাগ মিটু আন্দোলন’। এই আন্দোলনে হলিউড থেকে শুরু করে বলিউডের অনেক নাম উঠে এসেছে। এবার সেই আন্দোলনে নতুন করে মুখ খুললেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রী রেড্ডি।
সম্প্রতি তিনি যৌন হয়রানির ব্যাপারে নিজ ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং সেই পোস্টে তিনি অভিযোগ করেন, তামিলের এক বড় অভিনেতা যে কিনা বর্তমানে তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য উঠে-পড়ে লেগেছেন। তিনি এমনটাও বলেছেন যে, ঐ অভিনেতা নাকি তাকে পাবলিক টয়লেটের মতো ব্যবহার করেছেন।
তবে এবারই প্রথম নয়। এই অভিনেত্রী এর আগেও কাস্টিং কাউচ নিয়ে বেশ আলোচনায় এসেছিলেন। এমনকি একবার তিনি প্রকাশ্যে উর্ধাঙ্গ উন্মোচন করে বিক্ষোভও করেছিলেন। যদিও তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রজুড়ে থাকেন।
প্রসঙ্গত, শ্রী রেড্ডি এখন তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় গাজার প্রভাবে বিপাকে পড়া মানুষদের সাহায্য করছেন।