Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'চিন্তা করবেন না' এর জবাবে তিনি বলেন, আমি চিন্তিত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:২৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আর্জেন্টিনার জি-২০ সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাক্ষাৎকারের একটি ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। সাক্ষাতের সময় ম্যাক্রো যুবরাজকে বলেন, 'আপনি আমার কথা কখনোই শুনেন না'। খবর আল-জাজিরার।

এসময় যুবরাজ ম্যাক্রোঁকে বলেন, 'চিন্তা করবেন না', এর জবাবে ম্যাক্রোঁ বলেন, 'আমি চিন্তিত'।

আবার ম্যাক্রোঁ যুবরাজকে বলেন, আপনি আমার কথা কখনোই শুনেন না, এসময় যুবরাজ বলেন, আমি অবশ্যই শুনবো। কথোপকথনের শেষ পর্যায়ে যুবরাজ বলেন, আমি এটা সমাধান করতে পারবো। এর উত্তরে ম্যাক্রোঁ বলেন, আমি এক কথার মানুষ।

তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যুবরাজের ঠিক কি বিষয় নিয়ে এসব কথা হয়েছে সেটি নিশ্চিত করা যায়নি বলে জানানো হয়।

উল্লেখ্য, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজের সম্পৃক্ততা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও কিছু গোয়েন্দা সংস্থা অভিযোগ করে।

Bootstrap Image Preview