Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে স্বামীর ঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধার

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় শাহারবানু (৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ তার স্বামীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল ১০টার দিকে শাহারবানুর লাশ ময়নাতদন্তের জন্য ধুনট থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাহারবানু উপজেলার নলডাঙ্গা গ্রামের আলম হোসেনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের মেয়ে শাহারবানুর প্রায় ২৫ বছর আগে একই গ্রামের আব্দুল জাব্বারের ছেলে আলম হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়েছে। 

এ অবস্থায় শনিবার বিকেলের দিকে স্বামীর বাড়ির একটি ঘরে তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থার শাহারবানুর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে রাত ১০টার দিকে ধুনট থানার পুলিশ আলম হোসেনের বাড়ি থেকে শাহারবানুর লাশ উদ্ধার করে। তবে শাহাবানুর মুত্যুর বিষয়ে তার স্বজনদের বিভিন্ন অভিযোগ রয়েছে। 

নিহত শাহারবানুর ভাই মনোয়ার হেসেনের বলেন, আমার বোন আত্মহত্যা করে নাই। তার স্বামী তাকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করছে।  

শাহারবানু স্বামী আলম হোসেন বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। 

ধুনট থানায় উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, শাহারবানুর মৃত্যুর বিষয় নিয়ে সন্দেহ রয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে। 


 

Bootstrap Image Preview