Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ঠাকুরগাঁও প্রতিনিধি 
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২৬ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

আজ রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কেএম কামরুজ্জামান সেলিম।

এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী দবিরুল ইসলামসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলীসহ ৮ জনের মনোনয়ণপত্র বৈধ ঘোষণা করা হয়। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, মনোনয়নপত্রে গড়মিল থাকায় ঠাকুরগাঁও-১ আসনে জাকের পার্টির আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও-৩ আসনে বিকল্পধারার এসএম খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়, আব্দুল জলিলও রাজেন্দ্র নার্থ রায় এর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। 

মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীদের প্রস্তাবকারি, সমর্থনকারি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন এবং ২১ জন প্রার্থীর মনোনয়ণ বৈধ বলে ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview