টেলিফোন বিল বিল বকেয়া ও ঋণ খেলাপি হওয়ায় ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রবিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রীর মনোনয়নপত্র বাতিল করে ঢাকা জেলা রিটার্নিং কার্যালয়।
ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় বলেন, 'বাংলাদেশ ব্যাংক থেকে আফরোজা আব্বাসকে ঋণ খেলাপি হিসেবে অবহিত করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও অগ্রণী ব্যাংকে তিনি ঋণ খেলাপি। এছাড়া ঢাকা টেলিফোনেও তিনি দায়বদ্ধ। ডাচ বাংলা ব্যাংকেও গ্যারান্টর হিসেবে তিনি ঋণ ফেলাপি।'
তিনি আরও জানান জানান, সকালে মির্জা আব্বাস এ সংক্রান্ত আদালতের আদেশের কাগজপত্র জমা দেন। তখন তাদের দুই ঘণ্টা সময় দেয়া হয়। কিন্তু, ওই সময়ের মধ্যে ঋণ খেলাপি সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশ ব্যাংক থেকে এনে দেখাতে না পারায় আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ঢাকা-১৪ আসনে ১৩ জনের মধ্যে ৮ জন বৈধ হয়েছেন। এস এ খালেকের ছেলে সৈয়দ আবু বক্কর সিদ্দিকসহ ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই আসনে বিএনপির তরুণ প্রার্থী ফুটবলার আমিনুল হকসহ আরও একজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।