Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ত্রিপুরায় ১৫৩ কেজি গাঁজাসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:০২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে ১৫৩ কেজি গাঁজাসহ সমীর সাহা (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) রাজ্যের আমবাসা মহকুমা পুলিশ কর্মকর্তা (এস ডি পি ও) আশিষ দাস গুপ্ত সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে একটি মিনিট্রাক ৮ নম্বর জাতীয় সড়ক ধরে ত্রিপুরা থেকে বর্হি:রাজ্যের দিকে যাচ্ছিলো। পথে ধলাই জেলার আমবাসা পুলিশের সন্দেহ হয়। তখন তারা ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ট্রাক থেকে ৩০ প্যাকেট (মোট ওজন ১৫৩ কেজি) গাঁজা জব্দ হয়। পরে ট্রাকচালককে আটক করা হয়।

আটক চালকের বাড়ি খোয়াই জেলা চাকমাঘাট এলাকায়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview