Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানহানির মামলায় গেইলের মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview


ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলে নামটির সঙ্গে পরিচিত ক্রিকেট বিশ্বর সবাই। মাঠে ব্যাল-বল দিয়ে মানুষের মনোরঞ্জনে তার জুরি নেই। তারকা খ্যাতি থাকায় আবার কখনো বাজে ঘটনার সাথে তার নাম জড়িয়ে যায়। তবে এমনই এক বিতর্কীত ঘটনায় মানহানির মামলায়  ৩ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেলেন তিনি। এদিকে এই রায়ের বিরুদ্ধে অাপিল করার কথা জনিয়েছে ফায়ারফ্যাক্স।

২০১৬ সালের জানুয়ারিতে  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ফায়ারফ্যাক্স মিডিয়ার এক নিবন্ধে গেইলের বিরুদ্ধে এক নারী ম্যাসেজ থেরাপিস্টের সঙ্গে বাজে ব্যবহার করা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই নিবন্ধে ফায়ারফ্যাক্স দাবী করেছিল ২০১৮ সালে সিডনিতে নারী বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়া দলের ট্রেনিং সেশনে তাদের ড্রেসিং রুমে এক অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের থেরাপিস্ট হিসেবে কাজ করেছিলেন।

সেই রিপোর্টের বিরুদ্ধে গেইল মানহানির মামলা করলে জুরি বোর্ডে ফায়ারফ্যাক্স মিডিয়ার দাবীর সত্যতা খুঁজে পায়নি।জুরি বোর্ডের প্রধান লুসি ম্যাককালাম জানিয়েছেন, গেইল যে অস্ট্রেলিয়ান ড্রেসিং রুমে নারী ক্রিকেটারের থেরাপিস্ট হিসেবে কাজ করেছেন, তা প্রমাণ করতে পারেনি ফায়ারফ্যাক্স। বরং বিদ্বেষের বশবর্তী হয়ে তারা গেইলের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট লিখেছে। এর প্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে গেইলকে ৩ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে ফায়ারফ্যাক্সকে নির্দেশ দেওয়া হলো।

Bootstrap Image Preview