Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বাহুবলী ২’র ধারে কাছেও নেই ‘২.০’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


মুক্তির আগে সবচেয়ে বেশি আয় ও সবচেয়ে বেশি স্ক্রিনে মুক্তি দেওয়ার রেকর্ড গড়েও অন্যতম জনপ্রিয় ছবি ‘বাহুবলী-দ্য কনক্লুশন’-এর রেকর্ড ভাঙতে পারেনি ‘২.০’। ছবিটি মুক্তির প্রথম দিন ‘২.০’ আয় করেছে ৮৪ কোটি রুপি অপরপক্ষে দক্ষিণের তারকা প্রভাসের গত বছর মুক্তি পাওয়া ‘বাহুবলী ২’ মুক্তির প্রথম দিনেই পকেটে পুরেছিল ১৫৪ কোটি রুপি।

মুক্তির আগেই রজনীকান্তের ‘২.০’ ছবিটি অগ্রিম বুকিং থেকে পেয়েছে ১২০ কোটি রুপি। এটা তামিল সিনেমার জন্য রেকর্ড। বুকিংয়ের অর্থের সঙ্গে স্বত্ব বিক্রির অঙ্ক পেরিয়েছে ৪৯০ কোটি। সেই ছবি মুক্তির দিন ২৯ নভেম্বরে রেকর্ড গড়ে পারেনি। ওপেনিংয়ে আগের রেকর্ডের ধারেকাছেও নেই রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ছবিটি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ছবির বাজেট, কলাকুশলী ও ছবির প্রতি মানুষের আগ্রহের কথা বিবেচনা করে সবার ধারণা ছিল মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ‘বাহুবলী’র রেকর্ড ভাঙবে ছবিটি।

বিশ্বব্যাপী সাড়ে ১০ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘২.০’। এর মধ্যে শুধু ভারতেই ছবিটি চলছে সাড়ে সাত হাজার স্ক্রিনে।

২০১৮ সালের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবিতে ২.০-তে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বলিউডের অক্ষয় কুমার। এ ছবির স্যাটেলাইট স্বত্ব থেকে আয় হয়েছে ১২০ কোটি রুপি, ডিজিটাল স্বত্ব থেকে ৬০ কোটি, উত্তর ভারতে স্বত্ব বিক্রি করে পাওয়া গেছে ৮০ কোটি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় স্বত্ব বিক্রি করে পাওয়া গেছে ৭০ কোটি, কর্ণাটকে স্বত্ব বিক্রি করে ২৫ কোটি এবং কেরালায় স্বত্ব বিক্রি করে ১৫ কোটি রুপি তুলেছেন ‘২.০’-এর প্রযোজকেরা। অগ্রিম বুকিংয়ের ১২০ কোটি ও স্বত্ব বিক্রি করে পাওয়া ৩৭০ কোটি রুপি ইতিমধ্যে ঘরে তুলেছেন ছবির প্রযোজক।

রজনীকান্ত-অক্ষয়ের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি।

শংকর পরিচালিত এ ছবি বানাতে খরচ হয়েছে ৫৪৩ কোটি রুপি। সেদিক থেকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি। একই সঙ্গে এ ছবি মুক্তি পাবে টু-ডি ও থ্রি-ডিতে।

Bootstrap Image Preview