Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

জে.ইতি হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:০৪ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সাম্য ও অভিন্ন যাত্রার প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ ও ২০তম প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই উন্নয়ন লক্ষ মাত্রার বিষয়বস্তু অংশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে হরিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। র‌্যালিটি হরিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম.জে আরিফ বেগ, টিএইচ ডা. আব্দুর সামাদসহ প্রতিবন্ধী বিভিন্ন সংস্থা প্রতিনিধিগন। 

Bootstrap Image Preview