Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রানীশংকৈলে হানাদার মুক্ত দিবস উদযাপন

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩২ PM

bdmorning Image Preview


ঠাকুরগায়ের রানীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী পরিষদের আয়োজনে এ দিবস উদযাপন করা হয়। 

দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগের পার্টি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বন্দর চৌরাস্তা মোড়ে শহীদ বুদ্ধিজীবী পরিষদ ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ বুদ্ধিজীবী পরিষদের সম্পাদক অধ্যক্ষ তাজুল ইসলাম ওয়ার্কাস পার্টির সভাপতি তৈমুর রহমান উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমরেড আলমগীর হোসেন।

 

Bootstrap Image Preview