Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাছিরের চেয়ে কয়েকগুন বেশি সুরঞ্জিত সেনগুপ্ত পত্নী জয়ার সম্পদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৯ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত মন্ত্রী বাবু সুরঞ্জিত সেনগুপ্তর স্ত্রী জয়া সেনগুপ্তা, অপরদিকে তার শক্ত প্রতিদ্বন্ধি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী।

তাদের নির্বাচনী হলফনামায় পাওয়া গেছে যতসব সম্পদের হিসাব। জয়ার সম্পদের পরিমাণ নাছিরের চেয়েও কয়েকগুণ বেশী। 
যদিও এ আসন থেকে বিএনপি ড্যামি প্রার্থী হিসাবে তাহির রায়হান চৌধুরী পাবেলকে মনোনয়ন দেয়া হয়েছে।

রবিবার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে জয়া সেনগুপ্তা ও নাছির উদ্দিন চৌধুরী দুজনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত হলফনামা থেকে জানা যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেনগুপ্তার শিক্ষাগতা যোগ্যতা পিএইচডি। তিনি পেশায় একজন সমাজসেবী। অতীত বা বর্তমানে তার বিরুদ্ধে কোন মামলা নেই।

অপরদিকে, নাসির উদ্দিন চৌধুরী শিক্ষাগত যোগ্যতা বিএ(পাস)। তিনি পেশায় একজন কৃষক ও মৎসজীবী। অতীতে তার বিরুদ্ধে মামলা থাকলেও বর্তমানে তিনি সবকটি মামল থেকে নিস্পত্তি পেয়েছেন।

প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা তার দাখিল করা মনোনয়নে উল্লেখ করেন তার অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৬৪ লক্ষ ৬৫ হাজার ৯৬৯ টাকা। আর স্থাবর সম্পত্তি ৮ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার ১৮৪ টাকা।

স্থাবর সস্পত্তি সব স্বামীর নামে। এর মধ্যে নগদ হাতে আছে ৫ লক্ষ টাকা,৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণ অলংকার,২ লক্ষ টাকা মূল্যের ফ্রিজ,টিভি,ল্যাপটপ,মোবাইল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমান ৯ কোটি ১৪ লক্ষ ৫৯ হাজার ৯৬৯ টাকা। সঞ্চয়পত্রে ও স্থায়ী আমানতে বিনিয়োগ ১ কোটি ৪৬ লক্ষ টাকা।

এ ছাড়া ৮ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৮৪ টাকা মূল্যের দালান কোটা ও বাণিজ্যিক ভবন রয়েছে। কৃষি জমি রয়েছে ১০ একর যার মূল্য ৬ লক্ষ্য টাকা। অকৃষি জমি ৮৫ একর যার মূল্য ২২ লক্ষ ৪০ হাজার টাকা।

তিনি হলফ নামায় বাৎসরিক আয় উল্ল্যেখ করেছেন ১৮ লক্ষ ৬৯ হাজার ৭২ টাকা। এর মধ্যে শেয়ার সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে আসে ১২,০৯,০৭২ টাকা এবং অন্যান খাত থেকে ৬,৬০,০০০ টাকা।

অন্যদিকে, বিএনপি মনোনিত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর হলফনামায় অস্থাবর সম্পত্তির পরিমান উল্লেখ করা হয়েছে ৬ লক্ষ ৫৫ হাজার টাকা। এর মধ্যে নগদ ৫৫ হাজার টাকা,স্ত্রীর স্বর্ণালংকার ২ লক্ষ টাকা,ফ্রিজ, টিভি,ল্যাপটপ, ফোন ১ লক্ষ টাকা, জীপ গাড়ি ২ লক্ষ টাকা, সোফা, চেয়ার, টেবিল ১ লক্ষ টাকা।

হলফনামায় স্থাবর সম্পত্তি উল্ল্রেখ করা হয়েছে ৬৭ লক্ষ ৫৫ টাকা এর মধ্যে কৃষি জমির পরিমান উল্লেখ করা হয়েছে ২০.৪৪ একর যার মূল্য ১৫ লক্ষ ৫ হাজার টাকা,অকৃষি জমির পরিমান ১০.০৮৫০ একর যার মূল্য ২৫ লক্ষ ৫০ হাজার টাকা। দুই তলা একটি বাসা রয়েছে যার মূল্য ২৭ লক্ষ টাকা। নাসির উদ্দিন চৌধুরীর ব্যাংকে ঋণ আছে ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা।

তার বাৎসির আয় ২ লক্ষ ৫৫ হাজার টাকা যার ১ লক্ষ ৫৫ হাজার টাকা আসে কৃষি হতে এবং ব্যবসা থেকে আসে ১ লক্ষ টাকা।

Bootstrap Image Preview