শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনাসভা সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান।
উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খাঁন, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কতৃক ক্যান্সার,লিভার সিরোসিস, কিডনি, হ্নদরোগে আক্রান্ত ১৫ জন রোগিকে মাথাপিছু ৫০ হাজার করেএক কালিন অনুদান প্রদান করা হয়।