Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১ PM

bdmorning Image Preview


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোকলেছুর রহমান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌরসভা এলাকার হিরার খামার গ্রামের হোকডাঙ্গা বিলের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোকলেছুর কচাকাটা কাশেম বাজারের ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মোকলেছুর ছোটবেলা থেকে নাগেশ্বরী পৌরসভার হিরার খামার গ্রামে তার নানি আম্বিয়া খাতুনের সঙ্গে থাকতো। রবিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সে বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে বাড়ির পাশের ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার এসআই সারওয়ার পারভেজ বলেন, এ ঘটনায় নাগেশ্বর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Bootstrap Image Preview