শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াসিম উদ্দিন, জেলা স্কাউটস সম্পাদক আবুল বাসার পল্টু,জেলা স্কাউট লিডার শেখ মোবাশের রহমান, উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,প্র ধান শিক্ষক পরিমল কর্মকার, অসীম রঞ্জন সাহা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার সম্পাদক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী। সভায় প্রতিটি স্কুলে স্কাউটস কার্যক্রম সচল রাখা, ট্রুপ মিটিং নিয়মিত করা, স্কাউটস চাঁদা, ক্যাব ক্যাম্প পুরি করাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।