Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুলনা-৬: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন মনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM

bdmorning Image Preview


খুলনা প্রতিনিধিঃ

খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী শফিকুল আলম মনা ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।

আজ সোমবার তিনি ঢাকায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব বরাবর এ আপিল করেন। আপিল নম্বর-৪২।

জানা যায়, ২০১৩ সালে খুলনায় বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণের জামিনদার ছিলেন মনা। পরবর্তীতে ওই ঋণগ্রহীতা ঋণের টাকা পরিশোধ করেননি।

এ দিকে বিষয়টি জানতে পেরে মনা ১ ডিসেম্বর ঋণের পাঁচ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে মনার মনোনয়ন বাতিল হয়।

পরে তিনি রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

Bootstrap Image Preview