Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৭ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বাসের সিটের নিচে চুম্বকের সাহায্যে লুকিয়ে রাখা সাড়ে ৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) নাজমুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোস্টে গ্রিন লাইনের একটি বিলাসবহুল ডাবল ডেকার কোচ থেকে ফোরকান (২৮) ও লায়লা বেগম (৪০) নামে দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরকান চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় চুম্বকের সহায়তায় বাসের সিটের তলায় সংযুক্ত করে কক্সবাজার থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তার মাদক পাচারে সহায়তার জন্য লায়লা বেগমকে সহযাত্রী হিসেবে নিয়ে আসেন ফোরকান।

Bootstrap Image Preview