Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারে সাজা ভোগ শেষে আগামীকাল দেশে ফিরছে ১৭ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview


মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৭ বাংলাদেশিকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল মিয়ানমারে যাচ্ছেন।

বুধবার টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফ ত্যাগ করবে।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৩ সদস্যের বিজিবি দলটি স্পিডবোটে করে টেকনাফ সদর চৌকির জেটি ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হবে। মিয়ানমারের মোংডু ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অভিবাসন কেন্দ্রে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৭ জন বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। 

মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

তিনি বলেন, বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৭ বাংলাদেশিকে আটক করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ। কারাভোগ শেষ হওয়ায় তাদেরকে দেশে ফেরত আনার উদ্যোগ নেয় বিজিবি। অবশেষে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার কথা রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিও সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।

Bootstrap Image Preview