Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবি'তে সুনামগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সেন্টারে এই কমিটি ঘোষণা করেন, বিগত কমিটির প্রেসিডেন্ট মো.জাকির খান ও সাধারণ সম্পাদক কয়েস আহমদ।

এতে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমানকে সভাপতি ও বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আশহাব কবীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নিখিলেস দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সুলতান রাসেল, কোষাধ্যক্ষ-মো.আহসান কবীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উচ্ছ্বাস তালুকদার ও আবু সাইফ।

এছাড়া অতিদ্রুত এই কমিটি বর্ধিত করা হবে বলে জানান, নব নির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মৃন্ময় দাশ ঝোটন, আসজাদ খালিক, বশির আহমেদ, তারেক আহমেদ প্রমুখ। 

 

 

Bootstrap Image Preview