Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুবরাজের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে, সিআইএ’র সদস্যদের বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ AM

bdmorning Image Preview


সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে মার্কিন সিনেটকে ব্রিফ করবেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল। মার্কিন সিনেটের অনেক সদস্য বিশ্বাস করেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগি হত্যার ঘটনা ঘটেছে।

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিভাগ, আর্মড সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন্স  কমিটির সদস্যদেরকে মঙ্গলবার ব্রিফ করবেন হাসপেল। দ্যা হিল নিউজকে একথা জানিয়েছে কয়েকটি সূত্র। তবে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর প্রকাশ করেছে।

জামাল খাশোগি হত্যার পর গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সৌদি-আমেরিকার সম্পর্ক নিয়ে পুরো সিনেটকে ব্রিফ করেন। তবে সিনেটরদের বেশিরভাগই তাদের কথায় সন্তুষ্ট হতে পারেন নি বলে মনে হয়েছে।

ব্রিফিংয়ে সিআইএ প্রধান উপস্থিত না থাকায় সিনেটররা হতাশা প্রকাশ করেন। খাশোগি হত্যার ঘটনা নিয়ে তারা সরাসরি সিআইএ প্রধানের মুখ থেকে কথা শুনতে চান। খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে দায়ী করে সিআইএ রিপোর্ট প্রকাশ করেছে।

Bootstrap Image Preview