Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধানের গোলা এখন শুধুই কল্প-কাহিনী!

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার পাটকেলঘাটাসহ পার্শ্ববর্তী গ্রামঞ্চলের এক সময়ের সমৃদ্ধির প্রতীক ছিল ধানের গোলা। এক সময় সমাজের বসবাসরত মানুষের নেতৃত্ব নির্ভর করত কার বাড়িতে কতটি ধানের গোলা আছে এর হিসাব কষে। বিশেষ করে কন্যার বিয়ের সময় বর পক্ষের বাড়িতে ধানের গোলার খবর নিত কনে পক্ষের পিতা। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তের পথে এ ধানের গোলা।

এক সময় পাটকেলঘাটা সহ গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেকটি পরিবারের বাড়িতে বাড়িতে বাঁশ চিরে চটা করে গোল আকৃতির তৈরি করা ধানের গোলা। আর তা বাড়ির উঠানে উঁচু জায়গায় বসানো হত। গোলার মাথায় থাকতো টিনের তৈরি পিরামিড আকৃতির টাওয়ার। যা দেখা যেত অনেক দূর থেকে। ইঁদুর এবং বর্ষার পানি তা কোন ভাবেই স্পর্শ করতে পারতো না সে জন্য এই ব্যবস্থা ছিল। মই বেয়ে গোলায় উঠে তাতে সকল প্রকার কৃষকের উৎপাদিত ফসল রাখতে হতো।

এছাড়াও অনেকে ডোলা(ছোট গোলা) এবং আউড়ি তৈরি করে ঘরের ভিতর উঁচু মাচা করে তার উপর বসিয়ে তাদের ফসল রাখত। গ্রাম বাংলার সদৃশ্য গোলা, ডোলা এবং আউড়ি ছিল সম্ভ্রান্ত কৃষক পরিবারের ঐতিহ্য। সে সময় কন্যার পিতা ভাবতো কন্যা পাত্রস্থ করতে যদি বরপক্ষের বাড়িতে ধানের গোলা থাকে তাহলে সে অনেক বড়লোক। তারা সমাজের নেতৃত্ব নির্ভর ব্যক্তি। সেখানে মেয়েকে বিয়ে দিলে সে অনেক সুখে-শান্তিতে থাকতে পারবে।

বর্তমানে কন্যা পাত্রস্থ করতে পিতা ভাবে ছেলের চাকরি কিংবা বড় ধরণের কোন ব্যবসা আছে কিনা। বিশেষ করে চাকরিজীবি পাত্র হলে আর বলার কোন অপেক্ষা থাকে না। এক বাক্যেই কন্যার পিতা তার সাথে কন্যার বিয়ে দিতে রাজি হয়ে যায়। কথায় বলে-চাকরি হল বর্তমানে সোনার হরিণ।

পাটকেলঘাটা থানা সদর ইউনিয়নের নজরুল ইসলাম বলেন (৭০) বলেন, আমার বাড়িতে দীর্ঘ ৫০বছর ধরে একটি গোলা আছে। তবে ধান রাখার কাজে তেমন একটা ব্যবহার করা হয় না। ফসল করতে যে পরিমাণ খরচ হচ্ছে তাতে ধান বিক্রয় করে খরচ বাদ দিয়ে গোলায় উঠানোর মত ধান বাড়িতে থাকে না।

কয়েক বছর পূর্বেও এলাকায় প্রায় প্রত্যেকের বাড়িতে একটি করে গোলা থাকতো। এখন গোলার প্রচলন প্রায় উঠে গেছে বললেও ভুল হবে না। সব কিছু মিলিয়ে গ্রাম বাংলার কৃষকের এক সময়ের সমৃদ্ধির প্রতীক গোলা, ডোলা এবং আউড়ি এখন শুধুই সকলের কাছে কল্পকাহিনীতে পরিণত হতে চলেছে বলে সকল মহলের ধারণা।  

Bootstrap Image Preview