Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ানদের ওয়ানডেতে নেতৃত্ব দেবেন পাওয়েল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতে ক্যারিবিয়ান দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট।কিন্তু বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টেই বাজে ভাবে হেরে গেছে তারা। এবার ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন অধিনায়ক নির্বাচন করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন রোভম্যান পাওয়েল। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন দুই অলরাউন্ডার কার্লোস ব্রাফেট আর রোস্টন চেজও।

রোভম্যান পাওয়েল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ইনিংসে ১২.২০ গড়ে মাত্র ৬১ রান করেন। তবে টি-টেন লিগের চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্সের হয়ে সাত ইনিংসে ১৭৭ রান করেন ২৫ বছর বয়সি এই ব্যাটসম্যান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একই মাঠে ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে।১৪ ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড :

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কেমো পল, কিয়েরন পাওয়েল, ফেবিয়েন অ্যালেন, ক্রেমার রোচ, সুনিল আমব্রিস, ওশান থমাস।

Bootstrap Image Preview